ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, তেহরান ও মস্কোর মধ্যে আরও কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
মোহাম্মদ এসলামি সোমবার একটি প্রতিনিধিদল নিয়ে মস্কো পৌঁছান। তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব পারমাণবিক সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসলামি বলেন, দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি রয়েছে যেখানে রাশিয়ার পক্ষ থেকে আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে, যার মধ্যে চারটি হবে ইরানের বুশেহর শহরে।
তিনি আরও বলেন, চুক্তি অনুসারে বাকি বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের বিষয়ে রাশিয়াকে অবহিত করার কথা ছিল। চুক্তির দ্বিতীয় অংশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আলোচনা ও সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো নির্মাণের জন্য স্থান নির্বাচন, প্রস্তুতি ও সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হলে নকশা, প্রকৌশল এবং অন্যান্য কার্যক্রমের জন্য স্বয়ংক্রিয়ভাবে অপারেশনাল পর্ব শুরু হয়ে যাবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল