বগুড়ার শেরপুরে কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। উপজেলার আমইন গ্রাম থেকে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ মূর্তির ওজন ১৯০ কেজি। গ্রেপ্তাররা হলেন- শেরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল বাশার রুবেল (৫৫) ও তার সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন (৪৮)। তাদের রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ফিরোজ আহম্মেদ জানান, মূর্তিটি কষ্টিপাথরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, কষ্টিপাথরের মূর্তি বিক্রির ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে।