চট্টগ্রামের সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যাত্রী মো. রিয়াজ উদ্দিনকে (৩৬) আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুনি বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেটের পশ্চিম পাশে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে বসা যাত্রী মো. রিয়াজ উদ্দিনের কাছ থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ