শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বোয়ালমারী, মধুখালী এবং আলফাডাঙ্গায় গতকাল নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় ৩৮২টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহারের অর্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।