চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেছেন, তার ওপর বিশ্ববিদ্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই।
সোমবার চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে তৃতীয় দফায় প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে নির্বাচন কমিশনের সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশকিছু দাবি উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি—বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার জন্য কোনো চাপ তৈরি হয়নি, সরকারের দিক থেকেও কোনো চাপ নেই। আমাদের ওপর কারো কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমারও কোনো প্রয়োজন নেই। আমি চাপমুক্ত। দুই হাত তুলে বলছি—আমার ওপর কোনো চাপ নেই।
শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল— ভোটে অমোচনীয় কালির ব্যবহার নিশ্চিত করা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ভোটদানের ব্যবস্থা, ভোটার সংখ্যা বাড়াতে বিভিন্ন রুটে পর্যাপ্ত বাস ও বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করা। এছাড়া ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, ব্যালটে প্রার্থীর ছবি ও নিকনেম অন্তর্ভুক্ত করা এবং সাইবার বুলিং রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
এছাড়া নির্বাচনী প্রচারণায় ফেস্টুন ব্যবহার নিষিদ্ধ করা, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচন বর্জন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, খালেদা জিয়া হলের অভ্যন্তরে প্রার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা, ভোটের দিন রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভোটের আগে-পরে চার দিন করে সব পরীক্ষা স্থগিত রাখার দাবি তোলেন শিক্ষার্থীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল