গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লা সদর উপজেলার জদলপুর এলাকার সেলিম মিয়ার ছেলে।
সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা শহরের থানা মোড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিউটিরত অবস্থায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা শহরের থানা মোড় এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করে।
এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পৃথক দুটি ব্যাগের ভেতর থেকে মোট ৪ কেজি শুকনা গাঁজা জব্দসহ আল আমিনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আটক আল আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিকে সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল