সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন খবরে সকালে কোস্টগার্ড সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী তিনটি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের ৪০ লাখ ৬০ হাজার রেণু জব্দ করা হয়।