যুদ্ধবিধস্ত গাজায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিংবা ফিলিস্তেনের স্বাধীনতাকামী সংগঠন হামাস- কেউই ওই উপত্যকার দায়িত্ব নেবে না। পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়ে এগোচ্ছে ফ্রান্স। যুদ্ধ শেষে এই বিশেষ শান্তিরক্ষী বাহিনী অঞ্চলটির দায়িত্ব নেবে। একই সঙ্গে গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাসকে নিরস্ত্র করার কাজও চলবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ প্রাপ্ত খসড়া প্রস্তাবের বরাতে এই তথ্য জানিয়েছে।
খসড়ায় বলা হয়েছে, এই বাহিনীকে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর তা গাজায় দায়িত্ব নেবে। এতে ধাপে ধাপে গাজার নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে মিসর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে এ বাহিনীর নেতৃত্বের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, “পরিবেশ অনুকূল হলেই অল্প সময়ে জাতিসংঘ অনুমোদিত, আঞ্চলিক নেতৃত্বাধীন একটি অস্থায়ী স্থিতিশীলতা মিশন মোতায়েনের বাস্তবসম্মত রূপরেখা এটি।”
গত জুলাইয়ে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রণীত নিউইয়র্ক ঘোষণায় এর ভিত্তি স্থাপন করা হয়। কাতার ও মিসরসহ আরব দেশগুলো এ ঘোষণায় সমর্থন জানায়। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তা প্রস্তাব আকারে গৃহীত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ