আগামী অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের হাতে সম্পূরক বৃত্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর ব্যত্যয় হলে ছাত্রদল শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় শাখা ছাত্রদলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-সব কথা জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত ও যৌক্তিক দাবি হলো সম্পূরক বৃত্তি। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বছরের পর বছর আবাসনের চরম সংকটে ভুগছে। বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা না থাকায় হাজার হাজার শিক্ষার্থীকে পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে মেসে থাকা ব্যয়বহুল। ফলে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা ক্রমাগত অর্থনৈতিক চাপে পড়ে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে অতিদ্রুত সময়ে আবাসিক ভাতা কার্যকর করা ছাড়া বিকল্প কোনো সমাধান নেই।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই—সম্পূরক বৃত্তির বিষয়ে কোনো প্রকার গড়িমসি, সন্দেহজনক আচরণ কিংবা শিথিলতা আমরা মেনে নেবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সাথে মাঠে থেকে একাত্ম ছিল, আছে এবং থাকবে। আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি সম্পূরক বৃত্তির ব্যাপারে একচুলও ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতাকর্মীরা সম্পূরক বৃত্তির দাবিতে দেয়াল-লিখন (চিকা), প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার সর্বোচ্চ আহ্বান জানান।
এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহবায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল