বরিশাল নগরের নতুন বাজার এলাকায় বগুড়া পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে নিরাপদ আবাস গড়ে তুলেছে তিনটি বক। ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, ‘দেড় মাস আগে ফাঁড়ির একটি আম গাছ থেকে ঝোড়ো বাতাসে দুই থেকে তিন দিন বয়সি তিনটি বকের ছানা নিচে পড়ে যায়। তখন আমরা চিন্তা করি এগুলোকে বাঁচাতে হবে। তাই প্রথমে একটি খাঁচার মধ্যে সেগুলোকে রেখে তাপ দিয়ে গরম করা হয়। পরে বকের প্রিয় খাবার ছোট মাছ বাজার থেকে কিনে এনে খাওয়ানো হয়েছে। ক্ষুধার্ত বাচ্চাগুলো নির্ভয়ে মাছ খায়। এরপর মাছ খাইয়ে সেগুলোকে বড় করা হয়। বড় হওয়ার পর ছেড়ে দিই। কিন্তু ছানাগুলো কোথাও যায় না। ফাঁড়ির মধ্যে ঘুরে বেড়ায়। কখনো গাছ ও একটি ডোবার মধ্যে গিয়ে থাকে। বকগুলো আমাদের সঙ্গে মিশে গেছে। ফাঁড়ির যে কেউ ডাকলে কাছে আসে। এটা আমরা উপভোগ করছি। কাজের ফাঁকে ফাঁকে বকগুলোর সঙ্গে আমরা সময় কাটাই।’ এসআই রেজা বলেন, ‘ভালোবাসা দিলে স্নেহ করলে ও যত্ন নিলে বক পোষা যায়, এটা আগে জানতাম না। এখন সেটা প্রমাণ পেয়েছি।’ বকের ছানাগুলো লালনপালন করা ফাঁড়ির কনস্টেবল মাহাতাব হোসেন তালুকদার বলেন, ‘প্রথম প্রথম খাইয়ে দেওয়া লাগত। বড় হওয়ার পর ছেড়ে দিয়েছি। রাতে গাছে থাকে। সকালে ক্ষুধা পেলে গাছ থেকে নিচে নেমে আসে। বগা ভাই বলে ডাকলেই সেগুলো কাছে চলে আসে। সবাই বকগুলোকে খুব ভালোবাসে। তাই বকগুলো কাউকে ভয় পায় না।’