ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ২১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮৮ জনই অপ্রাপ্তবয়স্ক।
এই ৮৮ জন অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১২ বছর।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেয়র ইসকো মোরেনা।
সাম্প্রতিক এক তদন্তে জানা গেছে, ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। জনগণের করের টাকা এভাবে হাতিয়ে নেওয়া আইনপ্রণেতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে রবিবার ম্যানিলার সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ।
বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি গাড়ি এবং ম্যানিলার একটি থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
ম্যানিলা পুলিশের মুখপাত্র হ্যাজেল আসিলো সংবাদমাধ্যমকে বলেন, “বিক্ষোভের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে ২১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানার চেষ্টা করছি, এই নাশকতা তারা স্বতঃস্ফূর্তভাবে করেছে, নাকি কোনও পক্ষ তাদের নির্দেশনা দিচ্ছে।”
রবিবার পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাতও হয়েছে বিক্ষোভকারীদের। আহতাবস্থায় ম্যানিলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে কয়েকশ’ বিক্ষোভকারীকে। পুলিশের অপর মুখপাত্র ফিলিপ ইনেস জানিয়েছেন, অন্তত ৯৩ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে ২০২৫ সালের প্রথম ছয় মাসে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এসব প্রকল্পে তেমন লাভ হয়নি। গত জুন-জুলাই মাসে দেশটির বিশাল এলাকা বন্যাপ্লাবিত হয় এবং প্রকল্পগুলো সেই বন্যা ঠেকাতে পারেনি।
জুলাই মাসে দেওয়া এক ভাষণে ফিলিপাইনে বন্যার জন্য প্রকল্পগুলোকে দায়ী করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোজ। প্রকল্পগুলো তদন্তের নির্দেশও দেন তিনি।
সরকারি তদন্তে জানা গেছে, প্রকল্পগুলো থেকে বেশ কয়েকজন আইনপ্রণেতা মোট ১৮০ কোটি ডলার হাতিয়ে নিয়েছেন। সূত্র: ম্যানিলা টাইমস, সিনহুয়া, আনাদোলু এজেন্সি, এএফপি
বিডি প্রতিদিন/একেএ