শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬৫ মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি রাধা-গোবিন্দ মন্দিরে এই আয়োজন করা হয়।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মিনহাজুল ইসলাম, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, বিএনপি নেতা মকলেছুর রহমান, এঞ্জেল, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, চঞ্চল ও রতন বসাক প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি উপজেলার ৬৫ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ