বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বন্ধ থাকা হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে কলেজ চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৬ বছর ধরে কলেজের হলগুলো বন্ধ রয়েছে। এসব হলে কিছু কর্মচারী বসবাস করছে। এর ফলে দূর থেকে আগত শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা কলেজের ছাত্র হিসেবে ন্যায্য দাবি তুলেছি।