যুক্তরাজ্য, পর্তুগাল, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে।
এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবে না বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের প্রতি স্বীকৃতির ধারা ক্রমশ আরও সুদৃঢ় হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের টার্নিং পয়েন্ট তৈরি করবে। কারণ ইউরোপের আরও কয়েকটি দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে। তারা যদি একে একে সেই স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বৃদ্ধি পাবে।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের সমাধান হিসেবে দ্বি-রাষ্ট্র ভিত্তিক প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হলেও, বাস্তবে সেই পথে অগ্রগতি খুবই সীমিত। এবার ফ্রান্সসহ পশ্চিমা শক্তিগুলোর এই স্বীকৃতি হয়তো আলোচনাকে নতুন মাত্রা দিতে পারে।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত