সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী ও সাংবাদিক নেতা। তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি এবং নীলফামারী জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মোশাররফ হোসেন লেবু মিয়ার ছেলে মো. মোদাব্বের হোসেন। এ ছাড়াও রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম এবং সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার। এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা আমির
হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম, ইসলামী আন্দোলনের প্রার্থী মুজাহিদ কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম ও এনসিপির প্রার্থী দলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন। বেবী নাজনীন বলেন, আমি বিজয়ী হলে সৈয়দপুর ও কিশোরগঞ্জকে আদর্শ উপজেলায় পরিণত করব। যেখানে থাকবে কর্মসংস্থানের অপার সম্ভাবনা ও পরিচ্ছন্ন শহর। সাংবাদিক নেতা মো. মোদাব্বের হোসেন বলেন, আধুনিক সংসদীয় এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এলাকার দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক পরিবারের এ সন্তান। কিশোরগঞ্জকে পৌরসভায় রূপান্তরেরও প্রতিশ্রুতি দেন তিনি। অধ্যক্ষ আবদুল গফুর সরকার বলেন, সৈয়দপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব। কৃষি সম্পদ সংরক্ষণে কাজ করব। সৈয়দপুরকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলব। জামায়াত নেতা হাফেজ মাওলানা আবদুল মুনতাকিম বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠন, সৈয়দপুর রেলকারখানা আধুনিকীকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করব।