নীলফামারীর কিশোরগঞ্জে অজ্ঞাতপরিচয় লাশ পাওয়া গেছে। উপজেলার ভেলারপাড়ায় জলঢাকা-পাগলাপীর মহাসড়কের পাশে বাঁশঝাড় থেকে গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ। মৃতের আনুমানিক বয়স ৫৫ বছর। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে কাজ চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল হাফ শার্ট ও লুঙ্গি। লুঙ্গিতে বাঁধা অবস্থায় ৪৯ হাজার ৭৫০ টাকা পাওয়া গেছে।