ফসল রক্ষায় বালাইনাশকের ব্যবহার আধুনিক কৃষির অনুষঙ্গ বলে বিবেচিত। এর ফলে ফসল সুরক্ষা হলেও দূষিত হচ্ছে পরিবেশ। কীটনাশকের বিষে মানুষের রোগব্যাধি বাড়ছে। কমছে আয়ু। চুলকানি, অ্যালার্জি, কিডনি, হার্ট ও ফুসফুসের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কীটনাশক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত পাঁচ বছরে ক্রমাগতভাবে কীটনাশকের ব্যবহার বেড়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে সব থেকে বেশি ৪০ লাখ ৮৩ হাজার টন ব্যবহার হয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে ৩৭ লাখ ৪২ হাজার টন এবং পরের বছরে ব্যবহার হয়েছে ৩৯ লাখ টন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, বালাইনাশকের অতিব্যবহার পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতির কারণ ঘটাচ্ছে। যা মরণঘাতী ব্যাধিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কীটনাশক পানে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। পাশাপাশি মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে। দেশে ব্যবহৃত তরল ও গুঁড়া কীটনাশকের প্রায় পুরোটাই আমদানিনির্ভর। ১৯৭২ সালে দেশে ৪ হাজার টন কীটনাশকের ব্যবহার ছিল; ১৯৮০ সালে তা ছিল ৫ হাজার টন। ২০০০ সালে তা ৮ হাজার টনে দাঁড়ায়। প্রায় দুই দশকের ব্যবধানে এর ব্যবহার অস্বাভাবিক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার টনে। কীটনাশক আমদানি, উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং ব্যবহারের নিয়ন্ত্রণের লক্ষ্যে বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮ বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের পক্ষ থেকে কীটনাশকের মান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ব্যবহারের ফলে জন্মগত ত্রুটি, প্রজনন ক্ষতি এবং বিকাশগত সমস্যার মুখে পড়ছে মানুষ। খাদ্য নিরাপত্তার জন্য কীটনাশক ব্যবহার এ মুহূর্তে এড়ানো সম্ভব নয়। তবে একই সঙ্গে স্বাস্থ্যের বিষয়টিও দেখতে হবে। কীটনাশক ব্যবহার করতে গিয়ে ক্যানসারে আক্রান্ত হচ্ছে কৃষক। দেশে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের ৬৪ শতাংশই কৃষক, যে পরিসংখ্যানটি বলে দেয় কীটনাশকের ঢালাও ব্যবহার আমাদের কী সর্বনাশ ডেকে আনছে। ঝুঁকি কমাতে কৃষক পর্যায়ে কীটনাশকের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এড়াতে হবে মানুষ ও প্রকৃতির জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহারের পথ।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
কীটনাশকের অপব্যবহার
স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর