ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর বলভদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিবাড়ি চর এলাকায় গতকাল নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশ দেখতে পান। বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে ও রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, মৃত্যুরহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর পিয়াস শেখ (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পিয়াস ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি মহল্লার ফেরদাউস শেখের ছেলে।