ভারতের উত্তরপ্রদেশে ভোটার তালিকায় চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। মহোবা জেলার একটি ছোট ভাঙা ঘরে ভোটার তালিকা সংশোধনের সময় পাওয়া গেছে ৪ হাজার ২৭১ ভোটারের নাম। এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আপ (আম আদমি পার্টি) রাজ্যসভার সংসদ সঞ্জয় সিং সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, “গতকাল আমি আপনাদের মাহোবার দুটি বাড়ির কথা বলেছিলাম, যেখানে যথাক্রমে ২৪৩ জন ও ১৮৫ জন ভোটার পাওয়া গেছে। কিন্তু এবার একটি মাত্র বাড়িতে ৪ হাজার ২৭১ জন ভোটার নথিভুক্ত। যদি একটি বাড়িতে এত ভোটার থাকে, তবে ওই পরিবারের সদস্যসংখ্যা প্রায় ১২ হাজার হওয়া উচিত।”
তিনি অভিযোগ করেন, বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশে উত্তরপ্রদেশে ‘ভোট চুরি’ শুরু হয়েছে। আসন্ন ২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলমান ভোটার তালিকা সংশোধনে এমন অনিয়ম ধরা পড়ছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বাড়ির মালিকসহ প্রতিবেশীরাও হতবাক। বাড়ির মালিক বলেন, “বুথ অফিসার যখন বললেন আমার ঘরে নাকি চার হাজারের বেশি ভোটার আছে, ভেবেছিলাম মজা করছেন।”
তবে স্থানীয় কর্মকর্তারা এটিকে ‘ক্লারিক্যাল ভুল’ বলে দায় এড়াতে চান। তারা জানান, তিনটি ওয়ার্ডের নাম ভুলবশত বাড়ি নম্বর ৮০৩-এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা আরপি বিশ্বকর্মা বলেন, “গ্রামে ঘরের নম্বর সঠিকভাবে ব্যবহার হয় না। তথ্য প্রবেশের সময় বহু নাম এক ঠিকানায় যুক্ত হয়ে গেছে। ভোটাররা আসল, শুধু ঠিকানার সঙ্গে গরমিল হয়েছে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার পঙ্কজ সিংও স্বীকার করেন, ২০২১ সালেও একই ধরনের সমস্যা দেখা গিয়েছিল।
বিডি প্রতিদিন/আশিক