ফরিদপুরের মধুখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইমরান ফকিরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন। ইমরান ফকির উপজেলার উলুহাট গ্রামের আফসার ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, যৌতুক না দেওয়ায় ২০১৪ সালের ৫ আগস্ট স্ত্রী দিলরুবা বেগমকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন ইমরান ফকির ও তার স্বজনরা। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় এ সাজা দেওয়া হয়।