শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাতজন শিক্ষক স্থান পেয়েছেন বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায়। এই তালিকা সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক শীর্ষস্থানীয় চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার।
গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় শাবিপ্রবির যেসব শিক্ষক স্থান পেয়েছেন তারা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. জাবেদ ফয়সাল।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, “এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের উৎসাহিত করে এবং বিশ্বব্যাপী তাদের স্বীকৃতি দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়ও সেই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে, যা আমাদের জন্য আনন্দের।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি শুধু আমাদের ব্যক্তিগত নয়। এটি শাবিপ্রবির সম্মিলিত অর্জন এবং তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস।”
বিডি প্রতিদিন/আশিক