ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ফেনীর ১০টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল (১৫ এপ্রিল) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি শহীদ পরিবারের সদস্যের হাতে ২ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা হস্তান্তর করা হয়।
জেলা পরিষদ, ফেনীর উদ্যোগে আয়োজিত এই চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজ নাহিদা আক্তার, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন।
বিডি প্রতিদিন/আশিক