চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবু তালেব (৫৫) নিহত এবং আহত হন মো. সিফাত (২৮) নামে এক যুবক। মঙ্গলবার ভোরে আনোয়ারা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সুর প্রথম ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে থানার সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী একটি ট্রাক সজোরে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ