চট্টগ্রামে মো. মিজান (৩২) এবং জাহিদুল ইসলাম জিসান (২৫) নামে দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
সোমবার (১৪ এপ্রিল) বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা, ধারালো ছোরা এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার মিজানের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ১১টি এবং জিসানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন