একসময়ে নদীনালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের নদীনালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। ডিমওয়ালা মাছ ও পোনা মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
মানুষকে সচেতন করতে ও দেশি মাছের প্রজন্ম বৃদ্ধি করতে ব্রহ্মপুত্র নদে শনিবার (১২ এপ্রিল) বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার বন্ধুরা। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয় যাতে মাছের বংশবৃদ্ধি সংরক্ষণ ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারে। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান রাখা ও বড় পরিসরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল বলেন, দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ। নদীর মাছে যে স্বাদ, চাষের মাছে সেটা পাই না। দেশীয় প্রজাতির মাছের নিধন রোধ ও বংশবৃদ্ধিতে আমাদের সচেতন হতে হবে। দেশি মাছ রক্ষায় ব্যাপক গবেষণার প্রয়োজন আছে। আমাদের মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টাবৃন্দ, সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক খায়রুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মোমেন সজীব, সহ-সাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক গাজী শরীফ, কার্যকারী সদস্য সেলিম রেজা, নূরে আলম, আরিফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ