বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এছাড়া পলিথিনের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে প্রচারপত্র বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার বন্ধুরা।
এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. বজলুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীরা সচেতন হলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিবেশ দূষণ রোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বসুন্ধরা শুভসংঘ এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার উপদেষ্টা স্বপন কুমার ঢালী, সভাপতি মো. কামাল হোসেন খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক মো. আল আমিন, মো. ওমর ফারুক, ফাইজুর রহমান, মো. আল মামুন, সাবিনা ইয়াসমিন, কমলেশ চন্দ্র শীল, আয়শা সিদ্দিকা, আব্দুর রহমান ও বশির আহমেদ। এছাড়াও বসুন্ধরা শুভসংঘ পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শাখার বর্ন হাওলাদার, জায়েজিদ, দিগন্ত হাওলাদার, শামিয়া, পুর্নশা গোমস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করে।