আরব সাগরে ভারতের গুজরাট উপকূলের কাছে উদ্ধার হলো প্রায় ৩০০ কেজি মাদক, যার দাম আনুমানিক এক হাজার ৮০০ কোটি ভারতীয় রুপি। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
সোমবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গোপন সূত্রে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার কাছে মাদক চোরাচালানের চেষ্টার খবর যায়। সেই তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা।
উপকূলরক্ষী বাহিনীর দেওয়া তথ্য অনুসারে গভীর রাতে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমার কাছে যৌথ অভিযান চালানো হয়। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ দেখতে পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে।
ওই সময় তারা মাদকের প্যাকেটগুলো সমুদ্রে ফেলে দেয় এবং আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পালিয়ে যায়। পরে ওই মাদক উদ্ধার করে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।
গণমাধ্যমটি বলছে, চলতি বছরের জানুয়ারিতেও গুজরাট থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। ওই সময় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখার অভিযানে ১০৭ কোটি রুপির মাদক বাজেয়াপ্ত হয়েছিল।
একটি কারখানা থেকে সেগুলো উদ্ধার হয়েছিল। পাওয়া গিয়েছিল মাদক তৈরির দুই হাজার কেজি কাঁচামালও, যার বাজারদর কয়েক কোটি রুপি। ওই ঘটনার চার মাস যেতে না যেতেই মাদকবিরোধী অভিযানে ফের একটি বড় সাফল্য পেল গুজরাটি পুলিশ। যদিও পাচারকারীদের ধরা সম্ভব হয়নি ওই অভিযানে।
বিডি প্রতিদিন/এমআই