টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসেবা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জনসেবা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাজে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়। পরে সেখানে দেশত্ববোধক গান, নৃত্য প্ররিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/এএম