গাজীপুরের শ্রীপুরে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশারফসহ ৭ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার বেতজুরি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- শ্রীপুর উপজেলার বেতজুরি গ্রামের খয়বর আলীর ছেলে ক্যাসিনো সম্রাট মোশাররফ, মৃত মফিজ উদ্দিনের ছেলে সেলিম মিয়া, আব্দুল লতিফের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান, সাদীর মিয়ার ছেলে সোহেল রানা, দিনাজপুরের হাকিমপুর থানার হামিদুল ইসলামের ছেলে নাজমুল হোসেন, ময়মনসিংহের পাগলা থানার কাজা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া।
পুলিশ জানায়, মোশারফ এবং তার বাহিনীকে আটক করতে একটি ঘরে ঢোকে সদর থানা ওসিসহ ৮ জন পুলিশ সদস্য। সেখানে মোশারফের ডাক চিৎকারে তার পালিত বাহিনী এসে ঘরের দরজা ও সিলিং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ভেতর ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় সদর থানা ওসিসহ ৭ জন পুলিশ সদস্য আহত হয়। পরে শ্রীপুর থানাকে খবর দিলে দুই থানার যৌথ অভিযানে অনলাইন মোশাররফসহ সাত জনকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, মোশাররফ দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন। তার চলাফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে সাহস পেতেন না।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, মোশাররফ দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মোশারফসহ সাত জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা