ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফলভাবে শেষ করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ প্লাটফর্ম নামের একটি সংগঠন। কর্মসূচি সফলভাবে শেষ করায় প্রশংসায় ভেসেছে সংগঠনটি।
এদিকে, সোমবার সংগঠনটির ফেসবুক পোস্টে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো শাখা অনুমোদন দেয়া হয়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনলাইন কিংবা অফলাইনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আমরা তার দায়ভার বহন করব না।
একই সাথে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই প্লাটফর্মের নাম বা লোগো সম্বলিত কোনো পেইজ বা প্লাটফর্ম এর সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান এবং তাদেরকে সাবধান করুন, রিপোর্ট করুন।
আমাদের আয়োজক টিমের অনেকেই কর্মসূচি সফল করতে দিন-রাত খাটুনির পর অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এই অভূতপূর্ব গণজমায়েত পরবর্তী প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের ছিল না। আমরা এখনো মোহাবিষ্ট আর আল্লাহর কাছে কৃতজ্ঞতাবনত।
খুব শীঘ্রই পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত ঘোষণা আসবে আশা করছি, ইনশাআল্লাহ।
ততদিন অন্য কাউকে আমাদের এই সার্বজনীন প্লাটফর্মের নাম ব্যবহার করে কোনো কিছু করা থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের কাছেই অর্পণ করছি।
এই প্লাটফর্ম সবার, আপনারও। তাই অসদুদ্দেশ্যে কিংবা সৎ উদ্দেশ্যে কিন্তু অযথার্থ উপায়ে এই প্লাটফর্মের নাম বা প্রতীক কাউকে ব্যবহার করতে না দেয়ার দায়িত্বও আপনারই।’
বিডি-প্রতিদিন/বাজিত