ফেনীতে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এ ছাড়া শহরের পিটিআই মাঠে উদ্বোধন হয়েছে ৭ দিনের মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার সকালে ফেনী শহরে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ফেনী সরকারি কলেজ মাঠে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় পিটিআই মাঠের মেলায় রয়েছে লোক নাট্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রা ও মেলায় আগত দর্শনার্থীরা বলছেন, এবারের বর্ষবরণে উৎসবের আমেজ অন্য যেকোনো বারের চেয়ে বেশি।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রোবায়েত বিন করিমসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা। বর্ষবরণ উপলক্ষে পিটিআই মাঠের মেলায় অংশগ্রহণ করেছে অর্ধশতাধিক স্টল। এসব স্টলে বিক্রি হচ্ছে বিভিন্ন লোকজ পণ্য। রয়েছে শিশুদের জন্য নাগোরদোলাসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা।
বিডি প্রতিদিন/এমআই