আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে চৈত্র সংক্রান্তি। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে সে উৎসব।
চৈত্রসংক্রান্তির বিশেষ খাবার ছাতু, চিড়া, দই, মুড়ি, খই, তিল, নারকেলের নাড়ু আজ বিলুপ্তির পথে। চৈত্র সংক্রান্তির সেই ঐতিহ্য কে ফিরিয়ে আনতে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম আয়োজন করে চৈত্র সংক্রান্তির উৎসবের। এতে শুভসংঘের বন্ধুরা বাংলার হারিয়ে যাওয়া নানা খাবারের পসরা নিয়ে বসে। যার উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মাঝে আমাদের বাংলার চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরা।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বৃহত্তর চট্টগ্রাম সভাপতি এস এম এ জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম, আবদুল্লাহ ফারুক রবি, শুভসংঘ বন্ধু শাহিনুর আকতার, আহম্মদ হোসাইন, মো. জিশান, উমর ফারুক, দিপ্ত শীলসহ অন্যান্যরা।
পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা বলেন, "শুভসংঘ সবসময় ব্যতিক্রম উদ্যোগ নিয়ে কাজ করে। আজকের এই আয়োজনটি ছিল সবচেয়ে মনোমুগ্ধকর। বাংলার এই ঐতিহ্য আজ হারানোর পথে। শুভসংঘের এই ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের বাংলাকে জানবে। আশা করি শুভসংঘ তাদের এই ভালো কাজের ধারা সবসময় অব্যাহত রাখবে।"
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন