বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। সবাই আনন্দের সঙ্গে বাংলা নববর্ষের প্রথম দিনটি নানা আয়োজনে উদযাপন করেন। শোবিজ তারকারাও এর ব্যতিক্রম নন। বৈশাখ নিয়ে তাদের রয়েছে বহু মজার স্মৃতি। বেশ কজন তারকা নববর্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তারকাদের কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
বিশ্বময় মানুষ আরও মানবিক হয়ে উঠুক : হানিফ সংকেত
নতুন বছরে আমাদের আশা- মানুষে মানুষে বাড়বে ভালোবাসা। মনের বন্ধ দুয়ার খুলে, হিংসা-বিদ্বেষ ভুলে এগিয়ে যাব সামনের দিকে, সম্ভাবনার দিকে। দেশকে ভালোবেসে, দেশের নিজস্ব সংস্কৃতির ধারায় জেগে উঠব আমরা। কামনা করছি, বিশ্বময় মানুষ আরও মানবিক হয়ে উঠুক। শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে।
বিশ্বজুড়ে শান্তি চাই : ববিতা
পৃথিবীজুড়ে এখন কেমন জানি একটা অস্থিরতা চলছে। ভাবলে মনটা বেদনায় ভরে ওঠে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর বর্বরতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে- আমাদের দেশ ও দেশের মানুষ এবং বিশ্বজুড়ে যেন আবার সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হয়। সবাইকে নববর্ষের অফুরান শুভেচ্ছা।
নব আনন্দে জাগো আজি : জয়া আহসান
নন্দিত অভিনেত্রী জয়া আহসান, তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে। কিন্তু আমাদের এ আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত কোনো কারণ না হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, নব আনন্দে জাগো আজি এ নববর্ষের দিনে। গ্লানি, হতাশা ভুলে আসুক নতুন আশার জোয়ার। শুভ নববর্ষ।
মেলায় হারিয়ে যাব : আঁখি আলমগীর
স্কুলে যখন পড়তাম তখন বড় পরিসরে বৈশাখ নিয়ে এত আয়োজন দেখতাম না। শুধু স্কুলে অনুষ্ঠান হতো ও বাসার আশপাশে কয়েক জায়গায় মেলা হতো। এখন পয়লা বৈশাখ বিশাল একটি উৎসব। বৈশাখী মেলায় তেমন যাওয়া হতো না। আমার শুধু মনে হতো মেলায় গেলে হারিয়ে যাব। কারণ ছোটবেলায় এত সিনেমা দেখছি যে মেলায় গেলে বাচ্চা হারিয়ে যায়। সেই ভয় থেকে মেলায় যেতে চাইতাম না। তবে কয়েকবার যাওয়া হয়েছিল। তাও আবার স্কুলের মেলাগুলোতে। কিন্তু বাবার (চিত্রনায়ক আলমগীর) সঙ্গে কখনো যাইনি। তিনি গেলে অনেক মানুষ ঘিরে ধরবে তাই। মা ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে গিয়েছি। মাটির হাঁড়ি-পাতিল, কাগজের বাঘ, কাগজের পুতুল, মুখোশ কিনেছি। সময়গুলো এখন খুব মিস করি। নতুন বছরে সবার জীবন আরও সমৃদ্ধ হোক- এই আমার কামনা।
শান্তিময় বছরের প্রত্যাশা থাকল : শাকিব
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন বছরের শুরুতে তাঁর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মের পক্ষ থেকে। তিনি বলেছেন শুভ নববর্ষ, আরেকটি সুন্দর, শান্তিময় ও কর্মমুখর বছরের প্রত্যাশা থাকল।
পৃথিবীজুড়ে অনন্ত শান্তি চাই : অনন্ত জলিল
বাংলা নববর্ষ বাংলার ঘরে ঘরে শান্তির বার্তা আর আনন্দ নিয়ে আসুক, নববর্ষের আগমনে শুধু আমাদের দেশ নয়, পৃথিবীজুড়ে বয়ে আনুক অনন্ত শান্তির বার্তা। হিংসা-বিদ্বেষ হানাহানি আর অমানবিক যুদ্ধ চিরতরে দূরীভূত হোক। নববর্ষের এ দিনে সবার শান্তি আর মঙ্গল কামনা করছি।
শান্তিময় পৃথিবী চাই : লিজা
ক্লোজআপ তারকা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন শুভ নববর্ষ, নতুন শান্তিময় একটি পৃথিবী চাই, নববর্ষে এই হোক আমাদের সবার প্রার্থনা।
মুছে যাক সব যাতনা : পূজা চেরী
এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী নতুন বছরকে স্বাগত জানিয়ে বলেন, পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সব যাতনা।’
সুখ, শান্তি আর আনন্দ চাই : নীহা
অভিনয়শিল্পী নাজনীন নাহার নীহা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি আর অফুরান আনন্দ। শুভ নববর্ষ, ভালোবাসা সবার জন্য, দোয়া করবেন আমাদের জন্য।’