কয়েকটি রাজ্যের প্রায় ৬০০টি সিসিক্যামেরার ফুটেজ দেখে ভারতের কেরালা থেকে এক যৌন হেনস্তাকারী যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। জানা যায়, দেশটির কর্ণাটক প্রদেশের বেঙ্গালুরুতে মধ্যরাতে বাড়ি ফেরার সময় এক তরুণীর শ্লীলতাহানি করে অভিযুক্ত যুবক সন্তোষ ড্যানিয়েল (২৬)। গত ২ এপ্রিলের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বেঙ্গালুরু থেকে ৯ এপ্রিল গা ঢাকা দেন সন্তোষ। পরে তাকে ১৩ এপ্রিল কেরালা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শ্লীলতাহানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নজরে আসে বেঙ্গালুরু পুলিশের। এরপর পুলিশ অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা করে। কিন্তু ওই যুবকের অবস্থান শনাক্ত করতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। কয়েকটি রাজ্যের প্রায় ৬০০টি সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাকে কর্ণাটকের পাশের প্রদেশ কেরালা থেকে আটক করা হয়। যেখানে অভিযুক্ত সন্তোষ তার এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিলেন।
জানা যায়, আটক যুবক সন্তোষ পেশায় গাড়িচালক, তার বাড়ি ভারতের তেলেঙ্গানা রাজ্যে। তবে সে তার মা ও ছোট ভাইয়ের সাথে বেঙ্গালুরুতে। সেখানেই বান্ধবীর সাথে বাড়ি ফেরা এক তরুণীর শ্লীলতাহানি করে। আর মধ্যরাতের এই পুরো ঘটনাটি পাশের কোনো এক সিসিটিভিতে রেকর্ড হয়। যা দেখে তাকে শনাক্ত করে পুলিশ। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে আকট করা হয়। কেরালার সারাহ ফাতিমা নামের এক ডিসিপি সন্তোষকে আটকের তথ্য ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মূলত গত ২ এপ্রিল দিবাগত মধ্যরাতে বান্ধবীর সাথে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী তরুণী। পরে এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নজরে আসে রাজ্য পুলিশের। পুলিশ প্রথমে ওই তরুণীর পরিচয় শনাক্ত করে, তবে শুরুতে থানায় অভিযোগ জানাতে অস্বীকৃতি জানান ভুক্তভোগী। পরে তিনি এফআইআর দায়ের করলে পুলিশ কয়েকটি রাজ্যের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/শফিক