বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগের এখনো সাত রাউন্ড বাকি। কোন ক্লাব চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত নয়। তবে ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী মজবুত অবস্থানে রয়েছে। ফুটবলপ্রেমীরা সম্ভাবনা দেখছেন দুই দলের মাঝে। মোহামেডান ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে ২৬ পয়েন্টে আবাহনী অবস্থান ২-এ। বসুন্ধরা কিংস সমান ম্যাচে ২০ পয়েন্টে বেশ পিছিয়ে আছে। তবে শিরোপার আশা এখনো তাদের পুরোপুরি শেষ হয়ে যায়নি। কঠিন হলেও তিন পয়েন্টের ম্যাচে কখন কী ঘটে বলা মুশকিল। এবারের লিগে উল্লেখযোগ্য দিক হচ্ছে শীর্ষে থাকা দুই দলের কোচই স্থানীয়। মাহামেডানের দায়িত্বে জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। অন্যদিকে আবাহনীতে ঘরোয়া আসরে সফল কোচ মারুফুল হক।
২০০৭-০৮ মৌসুমে পেশাদার লিগে যাত্রার পর মোহামেডান কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। দীর্ঘ ২৩ বছর ধরে তারা শিরোপাহীন। যা ঐতিহ্যবাহী দলের জন্য বড্ড বেমানান। এবারই প্রথমবার স্বপ্ন পূরণের কাছাকাছি তারা। দ্বিতীয় লেগেও বসুন্ধরা কিংসকে হারানোর পর সম্ভাবনাটা আরও উজ্জ্বল হয়েছে। তাহলে কি অধরা ট্রফি সত্যিই এবার ধরা পড়ছে? ২০২২ সালে লিগের দ্বিতীয় লেগ থেকে আলফাজ মোহামেডানের কোচের দায়িত্ব পালন করছেন। ২০২২-২৩ মৌসুমে দলকে ফেডারেশন কাপের ট্রফি উপহার দিয়েছেন। গেল মৌসুমে তিন আসরেই রানার্সআপ হয়েছে। এবার শুরু থেকে শীর্ষে। শেষ পর্যন্ত তা কি ধরে রাখতে পারবে? এ ব্যাপারে আলফাজ বলেন, ‘টিম স্পিরিটেই দলের এ অবস্থান। দেশি ও বিদেশিরা জান-প্রাণ দিয়ে লড়ছে। তবে শিরোপার পথ এখনো অনেক বাকি। আরও সাত ম্যাচ বাকি। প্রতিটিই গুরুত্বপূর্ণ। এখানে কাউকে হালকা করে দেখা যাবে না। আমি বলব সামনে মোহামেডানের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। আবাহনী আমাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। বসুন্ধরারও সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেভাবে খেলছি তা ধরে রাখতে পারলে বিজয় আসবেই।’
দেশের বর্তমান পরিস্থিতিতে আবাহনী এবার নানা প্রতিকূলতায় বন্দি। তারপরও তাদের প্রশংসা করতে হয়। দশম রাউন্ড পর্যন্ত শুধু স্থানীয়রা খেলেছেন। এরপরও আবাহনী যেন আবাহনী রূপেই খেলছে। অনেকে বলেন, মারুফুল হকের মতো অভিজ্ঞ কোচের কৌশলী ক্যারিশম্যায় ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারছেন। তবে মারুফ তা মানতে নারাজ। তার কথা, ‘টিম স্পিরিটই আমাদের প্রধান অস্ত্র। দ্বিতীয় লেগে রাফায়েল ও এমেকা দুই বিদেশির যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। মোহামেডানের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে থাকার পরও কেউ কেউ বলছেন লিগে শেষ হাসি হাসবে আবাহনী। আমিও আশাবাদী। তবে অনেক চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে। মোহামেডান বা বসুন্ধরা কিংস নয়। আমি বলব আমাদের কাছে সব ম্যাচই ফাইনাল। সেইভাবে সামনে এগোতে হবে।’ কিংসের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। সুতরাং কী ঘটবে বা কী করতে পারব তা সময়ই বলে দেবে।’