বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব হলরুমে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় সব বন্ধুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফির সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমি খাতুন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক নিশান মোড়ল, সদস্য শহিদুল ইসলাম, তাসনিম তাবাচ্ছুম তামিহা, আঁখি সুলতানা সাথী, মুক্তাদির রহমান ও কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।
পরিচিতি সভা থেকে ঘোষণা দেওয়া হয়, সাইক্লিংয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছাত্রী প্রিয়া খাতুন এবং হকিতে সেরা গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া মাসব্যাপী নানা ধরনের সমাজ সচেতনতামূলক কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে শুভসংঘের সব সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এতে করে মিলনমেলা এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।