প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলা নববর্ষের প্রথম দিনের উৎসবে নতুন রং মাখিয়ে দিলেন নিগার সুলতানারা। গতকাল আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে আইরিশ নারীদের বিপক্ষে মুখোমুখি হয় নিগার বাহিনী। আইরিশরা নিগার বাহিনীর বোলিংয়ের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৩৫ রান করে। সর্বোচ্চ ৬৩ রান করেন লওরা ডেলানি। তিনি দলের দায়িত্ব নেন ১৮.৫ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হলে। সেখান থেকে ডেলানি ও অর্লা প্রেনডারজাস্ট ১৪.৫ ওভারে ৭২ রান যোগ করে দলকে টেনে নিয়ে যান। লওরা ৬৩ রান করেন ৭৫ বলে ৬ চারে। প্রেনডারজাস্ট ৪১ রান করেন ৬৪ বলে ৩ চারে। নিগার বাহিনীর তিন স্পিনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৫ রান করে আইরিশরা। লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারের স্পেলে ৩৯ রানের খরচে নেন ৩ উইকেট। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন ৮ ওভারের স্পেলে ৫০ রানের খরচে নেন ২ উইকেট। থাইল্যান্ডের বিপক্ষে তিনি ৫ উইকেট নিয়েছিলেন ২১ রানের খরচে। অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস নেন ১ উইকেট নেন ৪২ রানের খরচে। থাই নারীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৭ রানের খরচে।
আয়ারল্যান্ডের ২৩৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে নিগার বাহিনী। স্কোর শয়ের ঘর পেরোনোর আগে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন সুলতানা ও শবনম মুস্তারি। প্রথম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত শূন্য রানে আউট হন ফারজানা সুলতানা। অথচ থাইল্যান্ড নারী দলের বিপক্ষে ৫৩ রান করেছিলেন তিনি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে আউট হন ইশমা। ৫৪ রানে ৩ উইকেটের পতনের পর শবনম মুস্তারির সঙ্গে জুটি বাঁধেন নিগার। কিন্তু ২৮ রানের বেশি যোগ করতে পারেননি দুজনে। এর পরই ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন নিগার ও রিতু মণি। ৫১ রানে আউট হন নিগার। ৬৮ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার। রিতু ৬১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। নাহিদা আক্তার (অপরাজিত ১৮ রান) শেষ পর্যন্ত সঙ্গ দেন তাকে। টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের মেয়েরা বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। কাল স্কটিশ মেয়েদের মুখোমুখি হবেন নিগাররা।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ইনিংস
৫০ ওভারে ২৩৫/৮ (সারাহ ৪, লুইস ২৪, হান্টার ৩৩, প্রেন্ডারগাস্ট ৪১, ডেলানি ৬৩, পল ১৯, রেইলি ১০, কেলি ২৪*, ক্যানিং ৪, ম্যাগুয়েইর ৮*; মারুফা ৮-১-৩৩-০, নাহিদা ১০-১-৪৫-০, ফাহিমা ৮-০-৫০-২, সুমনা ১০-০-৪২-১, রাবেয়া ১০-০-৩৯-৩, রিতু ৩-০-১৩-০, সোবহানা ১-০-৭-০)
বাংলাদেশ ইনিংস
৪৮.৪ ওভারে ২৪০/৮ (ইশমা ২, ফারজানা ০, শারমিন ২৪, নিগার ৫১, সোবহানা ৭, রিতু ৬৭*, ফাহিমা ২৮, সুমনা ১৯, রাবেয়া ৫, নাহিদা ১৮*; প্রেন্ডারগাস্ট ৬-১-১৪-২, ম্যাগুয়েইর ৯-১-৪৩-১, কেলি ১০-১-৫৩-২, ক্যানিং ৭-০-৩৫-১, মারে ৯.৪-০-৬৫-১, ডেলানি ৭-০-২৮-১)
ফল : বাংলাদেশ ২ উইকেটে জয়ী ম্যাচ সেরা : রিতু মণি