অস্ট্রেলিয়ার সিডনির পারামাট্টা পিকনিক গ্রাউন্ডে চৈত্র সংক্রান্তি ও বৈশাখি উল্লাস ১৪৩২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এক্সআইইউবিয়ান অস্ট্রেলিয়া পরিবারের উদ্যোগে দেশীয় সংস্কৃতির রঙে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনটি।
অনুষ্ঠানে ছিল দেশীয় বাহারি খাবার, বর্ণাঢ্য শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলাসহ আকর্ষণীয় রাফেল ড্র।
দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই প্রাণবন্ত আয়োজনে অংশ নিয়ে কেক কাটেন এক্সআইইউবিয়ান অস্ট্রেলিয়া পরিবারের সদস্যরা।
এ অনুষ্ঠানে প্রবাসে বসেও বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার এক অসাধারণ চিত্র ফুটে ওঠে।
বিডি প্রতিদিন/কেএ