ব্যাপক উৎসাহ–উদ্দীপনা আর উৎসবের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নেয় কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনের প্রবাসী বাংনাদেশিরা। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সাস্কাটুনের বাংলাদেশিরা সর্বজনীন এ উৎসবে অংশ নিয়ে বর্ষবরণে মেতে ওঠেন।
সাস্কাটুনের বেথেলহেম ক্যাথলিক স্কুলে সন্ধ্যা ৬টায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রায় বাংলার চিরচেনা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাঁচ শতাধিক বাংলাদেশি শীতের শেষে এই অনুষ্ঠানে যেন নতুন করে নিজেদের ফিরে পেয়েছে। ফুচকা, চটপটি, ঝাল মুড়ি, বিভিন্ন পিঠাপুলির পাশাপাশি শাড়ি আর নানা রকমের জুয়েলারির দোকানে আড্ডায় মেতে উঠেন।
মেলায় যাইরে গানের তালের সাথে উপস্থিত দর্শকেরা যেমন নিজেদের সেই চিরচেনা বাংলায় ফিরে যেতে চায় ঠিক তেমনি বিদেশের মাটিতে নিজেদের শেকড়কে চেনাতে চায় পরবর্তী প্রজন্মকে। বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন অফ সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যায় সাস্কাটুনের মেয়র সিনথিয়া মেরি ব্লক, সাস্কাটুনের পুলিশ চিফ ক্যাম ম্যাকব্রিড, বিকাশের সভাপতি খান আরিফ ওয়াহিদ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম