পবিত্র হজ পালন নির্বিঘ্ন ও সহজতর করতে চলতি বছর হজযাত্রীদের সেবায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘লাব্বাইক’।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় নিজ বাসভবন যমুনায় নতুন এ সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন হজ প্রি-পেইড কার্ড ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও চালু করা হবে হজযাত্রীদের জন্য।
রবিবার ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক জানান, পবিত্র হজ পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন হজযাত্রীরা। এ সমস্যা নিরসন ও বাংলাদেশিদের জন্য হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ‘লাব্বাইক’ অ্যাপের পাশাপাশি প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা চালুর পদক্ষেপ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ সিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন বা চেক-আউট তারিখ ইত্যাদি জানা যাবে এ অ্যাপ থেকে। অ্যাপটির মাধ্যমে পরিবারের সদস্যরাও তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও মিনা-আরাফার তাবুর লোকেশন ট্র্যাকিং; হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স; ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা; বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য; গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা; কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা; মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ; হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অন্তর্ভুক্ত থাকবে অ্যাপটিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন