বাংলাদেশের উচ্চশিক্ষায় নীতিমালা প্রণয়নে ভূমিকা ও শিল্পখাতে চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য প্রকল্প প্রণয়নের উদ্দেশ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) টেকনিক্যাল এডুকেশন এডভাইজারস্ টিমের প্রতিনিধিবৃন্দ রবিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রধান উপদেষ্টা মিসেস সায়েরি মুটো এবং শিল্প ও একাডেমিক সহযোগিতা বিশেষজ্ঞ ও জাপানের ওসাকা সাংগিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এম. আশরাফুল আলম।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, জাইকার প্রতিনিধি দলের ডুয়েট পরিদর্শন ও আজকের এই মতবিনিময় সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের উচ্চশিক্ষা এবং শিল্পখাতের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ মানবসম্পদ উন্নয়নে জাইকার ভূমিকা প্রশংসনীয়। ডুয়েট প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উৎকর্ষ সাধনের জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং দেশের শিল্পখাতের বিকাশে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ডুয়েটের শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য, একটি টেকসই, উদ্ভাবনমুখী এবং শিল্পমুখী মানবসম্পদ তৈরি করা, যারা দেশীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম হবে। তিনি আরও বলেন, জাইকার এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচিতি, গবেষণা, প্রকাশনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পাবলিকেশন, কনফারেন্স, সেমিনার সংক্রান্ত তথ্য এবং আধুনিক ও উন্নত ল্যাব, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত স্ট্র্যাটেজিস্ ও পলিসিসহ দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভূমিকার বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান (ইন-চার্জ) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাংশু ভৌমিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাজু আহমেদ ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলী আনোয়ার।
সভা শেষে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ল্যাব পরিদর্শন করেন। এ সময় বিভাগের কার্যক্রম, শিক্ষা ও গবেষণা সরঞ্জাম ও সুযোগ-সুবিধার বর্তমান অবস্থা, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগসহ শিল্প-কারখানার সঙ্গে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি, একাডেমিক জার্নাল বা প্রকাশনার তথ্য, বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা এবং স্নাতকদের কর্মসংস্থানের অবস্থা ইত্যাদি বিষয়ে বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরে বিকেলে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৪১৪ নং সেমিনার কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
বিডি প্রতিদিন/এএম