জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জজ মোঃ এমরান হোসেন চৌধূরী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবি সমিতির সভাপতি কাজী একরামুল হকসহ বিচারক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম