কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে কুলিয়ারচর উপজেলার খালখাড়া কোণাপাড়া এলাকায় অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে হোসেন আলী (৩৭) ও একই জেলার নাচোল উপজেলার সোগুনা গ্রামের আনছার আলীর ছেলে আওয়াল আলী (২৫)।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি ভোর পৌনে ছয়টার দিকে কুলিয়ারচর উপজেলার খালখাড়া কোণাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২১ লক্ষ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম