রাজধানীর ৩০০ ফিটে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট’।
ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও কাওয়ালির সুরে সাজানো এই সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যাবে মুঘল আমলের গৌরবে।
এই আয়োজনটি অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার। সময় সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত।
শুক্রবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়ে মে মাসের ২, ৩, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ তারিখ পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় থাকবে সরাসরি কাওয়ালি সংগীত। পাশাপাশি থাকবে মুঘল রেসিপিতে তৈরি খাবার, থিমেটিক ডেকোরেশন ও মনোরম পরিবেশে এক স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ