পুরুষ তারকারা ক্যামেরার সামনে নারীবাদী হওয়ার ভান করেন, কিন্তু বাস্তবে একদম উল্টো আচরণ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ভণ্ডামির মাত্রা বেড়েই চলেছে। ওই সাক্ষাৎকারে মালবিকা বলেন, সিনেমা জগতে নারী-পুরুষ বৈষম্য এখনও পুরোপুরি দূর হয়নি। বরং এখন অনেক পুরুষ তারকা খুব চতুরভাবে আধুনিক ভাবমূর্তি তৈরি করছে।
তিনি আরও বলেন, তারা জানে কীভাবে এমন কিছু কথা বলতে হয়, যাতে মনে হয় ওরা খুব নারীবাদী, খুব আধুনিক। কিন্তু ক্যামেরার বাইরে গিয়ে ওদের আসল চেহারা দেখা যায়। তারা তখন ভয়ানক নারী-বিদ্বেষী হয়ে ওঠে। এটা এক ধরনের ভণ্ডামি।
উল্লেখ্য, গত বছর মালবিকা অভিনয় করেছেন 'থাঙ্গালান' (তামিল) ও 'যুদ্ধরা' (হিন্দি) সিনেমাতে। সামনে তাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে তেলুগু সিনেমা 'দ্য রাজা সাব'-এ। এই সিনেমায় আরও থাকবেন নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। সঞ্জয় দত্তও ক্যামিও চরিত্রে থাকতে পারেন।
এছাড়াও মালবিকা অভিনয় করছেন কার্থির সঙ্গে 'সর্দার ২' (তামিল) এবং মালয়ালম সিনেমা 'হৃদয়পূর্বম'-এ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ