খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তার ১০টির মতো প্রস্তাব সরাসরি কোরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। দেশ, ইসলাম এবং নারীদের স্বার্থে এই কমিশন বাতিল করতে হবে। কারণ দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। তারা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে।
ইসলামবিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর চত্বরে দলের ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়ে এসে শেষ হয়। ড. আহমদ আবদুল কাদের বলেছেন, কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে। তাদের প্রস্তাবনাসমূহ মেনে নিলে তা হবে ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের ওপর একটি সুপরিকল্পিত আঘাত। ভারতীয় মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুত্ববাদের সব আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারত সরকারকে তার নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।