পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চরের জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। গতকাল সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, সকালে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগরগড়ি গ্রামের রিকাত আলী শেখ তার লোকজন নিয়ে সরকার থেকে লিজ নেওয়া জমি দখলে নিতে যান। যাওয়া মাত্রই কুষ্টিয়া জেলার মুকুল মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর হামলা করে। এ সময় গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে নৌপুলিশ মোতায়েন করা হয়েছে। এখন চরের পরিবেশ শান্ত।