বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সার্বিক বিবেচনায় দেশের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি। আমরা এক ধরনের স্বস্তির মধ্যে দিনযাপন করছি এ কথা সত্য। কিন্তু বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যেসব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল, সেসব মামলা থেকে সবাই কিন্তু এখনো অব্যাহতি পায়নি।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’- এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আবার যদি কোনোভাবে ফ্যাসিবাদের আওয়াজ বাংলাদেশের মাটিতে উঠে, তাহলে আমরা শহীদ জাহিদ, আহনাফ, ওসমান গনি ও আবু সাঈদসহ চব্বিশের গণ-আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার কাছে কী জবাব দেব?
তিনি বলেন, বানোয়াট ও মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেসব বিচারপতি তাদের রায়ে সাজা দিয়েছেন এবং জেলখানায় পাঠিয়েছেন, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এটা সত্যিই দুঃখজনক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান বক্তৃতা করেন।
সূত্র : বাসস
বিডি প্রতিদিন/কেএ