কিশোরী নোলকজান প্রেমিকের কাছে প্রতারিত হয়ে পাশবিক নির্যাতন সয়ে কীভাবে নিঃশেষ হলো তা ফুটিয়ে তোলা হয়েছে ‘নোলকজান বিবি’র পালানাটকে; যা দর্শকের মনেও দাগ কেটেছে। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে পালানাটকটি মঞ্চস্থ করা হয়। বাদ্যের তালে নেচে-গেয়ে সমসাময়িক ঘটনাগুলো এমনভাবে ফুটিয়ে তোলেন পালাকার, যেন মানুষ প্রত্যক্ষ দেখেছে। পালাটি পরিবেশন করেন আহির বাংলার পরিচালক পালাকার সায়িক সিদ্দীকী ও তাঁর দল। পালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যবিভাগের শিক্ষার্থী। দেশি সংস্কৃতি ফিরিয়ে আনতে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের ১২ জেলায় একযোগে তিন দিনব্যাপী চলছে এ লোকনাট্য উৎসব। তারই ধারাবাহিকতায় নেত্রকোনার আয়োজনের উদ্বোধনী দিনে পালানাট্যসহ কারবালার জারিগান পরিবেশিত হয়। এ দিন লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।