ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। হাত্মা গান্ধী (এমজি) রোড স্টেশনে ডাউন লাইনে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ব্লু-লাইনের এমজি রোড মেট্রো স্টেশনে এক ব্যক্তি কবি সুভাষমুখী একটি মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দেন। পরবর্তী সময়ে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বছর দুই আগে মহাত্মা গান্ধী (এমজি) রোড স্টেশনে এক সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক জন পুরুষ এবং এক নারী। ওই দু’জন দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে, কর্তব্যরত মেট্রোকর্মী এবং আরপিএফ সদস্যদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তারা।
বিডি প্রতিদিন/কেএ